“Action always beats inaction” – আমার পছন্দের কথাগুলোর মাঝে অন্যতম। কিছু একটা করবো করবো বলে বসে থেকে কোন লাভ নেই। যা করব বলে ঠিক করেছি, তা এখনই শুরু করব। শুরু করে আবার বন্ধ হয়ে গেলেও সমস্যা। তাই খুব অল্প করে হলেও শুরু করতে হবে এবং নিয়মিত করে যেতে হবে।
একটা কিছু করব ঠিক করার পরে যদি, “আমি কি পারব? আমাকে দিয়ে হবে নাকি? আমি যেভাবে শুরু করছি তা কি ঠিক আছে? অন্যরা হাসবে না তো? আমার কি এই কাজ করার মত সুযোগ আছে? আমার এখানেতো সমস্যা আর সমস্যা এটা কি করা সম্ভব? ইত্যাদি…. ইত্যাদি” – নিয়ে পড়ে থাকা হয় তাহলে শেষ পর্যন্ত কিছুই হয় না। এমনি এই প্রশ্নগুলোর উত্তরও পাওয়া হয় না। বরং সেই কাজ শুরু করতে হবে। তাহলে খুব দ্রুত সময়ের মাঝেই উপরের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আর ফলাফল হিসেবে হয় সেই কাজে সফলতা আসবে নয়ত অন্য কোন কাজ যাতে সফলতা আসতে পারে তা মাথায় আসবে। বসে থেকে থেকে এবং অযুহাত ও অভিযোগ দিয়ে কোন লাভ কখনই কারো হয়নি এবং হবেও না।
তাই যা করার তা আজ কিংবা কাল নয়, বরং এখনই শুরু করতে হবে। কারণ এই পৃথিবীতে ভবিষ্যত বলে কিছু নেই, বর্তমানই সব।