২৫/০২/২০১৮
প্রতিদিনই আমি এটা ওটা পড়ি। এর কিছু জিনিস থাকে মজা লাগে এবং মাঝে মাঝে শেয়ার করতে ইচ্ছে করে। তাই ঠিক করলাম প্রতিদিন পড়ার সময় কোন কিছু যদি শেয়ার করতে ইচ্ছে করে তাহলে এখন থেকে লিখে ফেলব। নিজেই একসময় পড়তে পারব আবার। 🙂
What is the difference between being wise, intelligent, and clever?
Quora তে আজকে খুব বেশি পড়া হয়নি। এর মাঝে এই প্রশ্নটার কিছু উত্তর পড়ে মজা পেয়েছি। জ্ঞানী মানুষ সবসময় সঠিক সমস্যাতে মন দেয়। কোন সমস্যাটা তার সমাধান করা উচিত তা ঠিক করে নিয়ে কাজ করে। আর অন্য মানুষরা নিজের জ্ঞান দেখাতেই বেশি ব্যস্ত থাকে।
প্রশ্নটার একটা উত্তর ছিলো এমন:
যদি প্রশ্ন করা হয়, x = ১+১ এই সমীকরণের সমাধান কি?
বুদ্ধিমান ব্যক্তি: সমাধান ২। এটাতো খুব সহজ। শ-খানেক এটার সমাধান করা যায়। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করা যায়। এরপর সমাধান করে দেখানো শুরু করে দিবে।
চালাক ব্যক্তি: এটার উত্তর দুই। আমার বন্ধু খুব বুদ্ধিমান। যে শ-খানেক ভাবে এটার সমাধান করতে পারে এবং কিভাবে সমাধান করা যায় তা দেখিয়ে দিবে। এরপর সে বুদ্ধিমান ব্যক্তির কাছে প্রশ্নকর্তাকে পাঠিয়ে দিবে।
জ্ঞানী ব্যক্তি: অযথা কোন উত্তর দিতে যাবে না। বুঝে যাবে যে এটার উত্তর দেয়ার তেমন কোন গুরুত্ব নেই। নিজের আশেপাশের অবস্থা বিবেচনায় যে সমস্যার সমাধান প্রয়োজন সেই রকম কোন সমস্যা চিন্তা করবে।
শেষকথা, বুদ্ধিমান মানুষ নিজের মাথা খাটিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে, চালাক মানুষ আশে পাশের উপাদান ব্যবহার করে সমস্যার সমাধান করে, এবং জ্ঞানী মানুষ উপযুক্ত সমস্যা সমাধানের চেষ্টা করে। মানুষ ক্ষেত্রবিশেষে এই ৩ গুণের কম্বিনেশন হতে পারে।
অবশ্য এটা খুব সঠিক উত্তর এমন নয়। কিছুটা মজার উত্তর এটি। চালাক মানুষকে অনেকেই খারাপ চোখেও দেখে থাকে এবং বুদ্ধিমানদের নিচে জায়গা দেয়। 😛 আরো অনেক মজার মজার উত্তর আছে এই লিংকে। প্রশ্নটাই আসলে মজার। একটা উত্তর হচ্ছে,
ধরা যাক ৩টা দরজা আছে। প্রতিটা দরজার ওপাশে নিচের বস্তুগুলো আছে।
দরজা ১: সুখ দরজা ২: জ্ঞান দরজা ৩: টাকা
জ্ঞানী মানুষ সুখ নিবে। কেননা যার সুখ আছে তার আর কিছুর দরকার নেই।
বুদ্ধিমান লোক জ্ঞান নিবে। সেই জ্ঞান নিয়ে টাকা আয় করবে এবং একসময় সুখের মুখ দেখবে। 🙂
চালাক ব্যক্তি প্রথমে টাকা নিবে, এরপর ২য় দরজা খুলে জ্ঞান আহরণ করবে এবং সবশেষে ১ম দরজা খুলে সুখী হবে। কেউ-তো বলেনি যে একটাই দরজা খোলা যাবে শুধু! 😛
মানুষ মজার মজার উত্তর দেয়। কোন উত্তরে গভীর মানে লুকায়িত থাকে কোন উত্তরে থাকে না। মজাটা এখানেই। না পড়লে কোন মজাই পাওয়া যায় না। 😀
এই লিখায় সবচেয়ে মজার হচ্ছে ফিচার ছবিটি। 😛