SEO এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি।
এই টিউটোরিয়ালে আমরা শিখবো কনটেন্ট অপটিমাইজেশন কি, কিভাবে করতে হয়। এই টিউটোরিয়ালের আগে কি-ওয়ার্ড রিসার্চের উপরে একটা টিউটোরিয়াল দেয়ার কথা ছিল। কিন্তু SEO টিমের কাজের সুবিধার জন্য এই টিউটোরিয়াল প্রথমে দেয়া হচ্ছে।
যাই হোক SEO প্রধানত ২ প্রকার। Onpage and Offpage Optimization.
কনটেন্টের বিষয়টা Onpage optimization এর অংশ। SEO এর আসলে অন্যতম মূল বিষয় হলো ভালো মানের কনটেন্ট। এর কোন বিকল্প নেই। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি।
এখন প্রশ্ন হলো, একটা কনটেন্টকে আমরা কখন ভালো মানের বলবো?
নরমালি, এটার উত্তর কিন্তু খুব সহজ। আপনার কোন একটা কিছু সম্পর্কে তথ্য দরকার। আপনি নেটে সার্চ দিলেন। অনেক সাইট পান রেজাল্ট হিসেবে। সব সাইটের সব কনটেন্ট কিন্তু আপনার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে না। আবার কিছু কিছু সাইট দেখবেন আপনি যা সার্চ দিছেন তার ধারে কাছেও নাই। আবার কোন কোন সাইটে আপনি সব তথ্য ঠিকমত পেয়ে যাবেন। স্বভাবতই যে সাইটে আপনি প্রয়োজনীয় সব তথ্য পাবেন ওটাই আপনার কাছে ভালো মনে হবে। যেমন ধরেন, উইকিপিডিয়া।
সার্চ ইঞ্জিনের কাছেও ব্যাপারটা সেরকম। যে কনটেন্টে প্রয়োজনীয় তথ্য আছে বলে মনে হয় ওটাকে ভালো কনটেন্ট বলে মনে করে সে। এখন আমরা না হয় দেখে, পড়ে বুঝতে পারি যে এই কনটেন্ট ভালো। সার্চ ইঞ্জিন কিভাবে বুঝে?
এর জন্য সার্চ ইঞ্জিন অনেকগুলো টেকনিক ফলো করে। অনেক কিছু দেখে সে। কি কি তার একটা লিস্ট করা যাক।
১. কি-ওয়ার্ড (কি-ওয়ার্ড ডেনসিটি)
২. মৌলিকত্ব (Uniqueness)
৩. কনটেন্ট সাইজ (Number of words in a content)
৪. Inbound & Outbound Links (We can also say, Internal & External Links)
৫. Tags
৬. Image Optimization
এর বাইরে আরও অনেক কিছু দেখে থাকে। তবে এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ।
এখন একটু আলোচনা করা যাক এগুলো নিয়ে।
১. কি-ওয়ার্ড (কি-ওয়ার্ড ডেনসিটি): কি-ওয়ার্ড কি এটা নিয়ে আগের একটা টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। লিংক: কি-ওয়ার্ড কি? বিভিন্ন ধরণের ট্যাগ।
কনটেন্ট লিখার সময় কিওয়ার্ডের উপরে ভিত্তি করে লিখতে হবে। ধরা যাক আমাদের কনটেন্টের কি-ওয়ার্ড Birthday Wishes. তার মানে আমাদের এটার উপরে কনটেন্ট লিখতে হবে।
কি-ওয়ার্ড ডেনসিটি হলো একটা কনটেন্টে কিওয়ার্ডের পারসেন্টেজ। মানে প্রতি একশত শব্দে কি-ওয়ার্ডটি কতবার আছে এটি। কি-ওয়ার্ড ডেনসিটি ৩-৫ পারসেন্টের বেশি হওয়া উচিত নয়। কেননা সার্চ ইঞ্জিন চায় কনটেন্টটি স্বাভাবিক হোক। কি-ওয়ার্ড প্রয়োজনের বেশি থাকা মানে আপনি ইচ্ছে করে কনটেন্টের মান বাদ দিয়ে শুধু কি-ওয়ার্ড দিচ্ছেন। আবার কম থাকা মানে কনটেন্টের টাইটেলের সাথে ভিতরে লিখার মিল নাই। টাইটেলে একটা কি-ওয়ার্ড কিন্তু আপনি কনটেন্ট লিখেছেন অন্য কিছুর উপরে। তাই ৩-৫ পারসেন্ট ব্যবহার করা ভালো। মানে প্রতি ১০০ শব্দে ৩-৫ বার কি-ওয়ার্ডটা থাকবে। তবে এর বাইরে কি-ওয়ার্ডে Synonym ব্যবহার করা যেতে পারে।
চেস্টা করবেন লিখার মাঝে কিছু শব্দ বোল্ড বা বড় করে দিতে। এতে পড়তেও সুবিধে এবং কনটেন্টের গুরুত্ব কিছুটা হলেও বৃদ্ধি পায়।
কিওয়ার্ড ডেনসিটি বা অন্যান্য ব্যাপার খুব সহজেই কিছু ব্রাউজার এডওন দিয়ে চেক করা যেতে পারে। SEO Quake তেমনি একটি। আপনারা এটাক দেখে নিন SEO Quake Website থেকে। সামনে একটা টিউটোরিয়ালে এ সম্পর্কে বিস্তারিত থাকবে।
২. মৌলিকত্ব (Uniqueness):
আপনার লিখা কনটেন্টটি অবশ্যই ইউনিক হতে হবে। কোথাও থেকে যদি কপি-পেস্ট হয়ে থাকে তাহলে সার্চ ইঞ্জিন এটাকে খারাপ হিসেবে দেখে। This is strongly Prohibited.
৩. কনটেন্ট সাইজ (Number of words in a content):
কনটেন্ট কমপক্ষে ৩০০ শব্দের হওয়া উচিত। কনটেন্ট বড় হওয়া নিয়ে কোন সমস্যা নেই। আপনি ৮০০/১০০০ শব্দের কনটেন্টও লিখতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে কি-ওয়ার্ড ডেনসিটি যাতে ঠিকমত থাকে।
৪. Inbound & Outbound Links (We can also say, Internal & External Links):
পূর্বের Internal and External লিংক কি?টিউটোরিয়ালে আমরা Internal and External লিংক সম্পর্কে জেনেছি। আপনার কনটেন্টে আপনার সাইটের কোন লিংক থাকা হলো Inbound or Internal link. আর অন্য কোন সাইটের লিংক থাকা হলো Outbound or external link. ধরুন, আমরা Birthday Wishes নিয়ে লিখছি। এখন আপনার সাইটের এর আগে এর সম্পর্কে কোন লিখা আছে। তাহলে আপনি এটার লিংকিং করতে পারেন। আবার আপনি অন্য কোন একটা সাইট থেকে কিছু তথ্য নিয়েছেন তার লিংকও দিতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন Outbound link যাতে ভালো(Good PR) সাইটের হয়।
লিংক করার সময় লক্ষ্য রাখতে হবে Anchor tag যাতে রিলেটেড হয়। যেমন ধরেন আমাদের সাইটে Happy Birthday Wishes নামে কনটেন্ট আছে। তাহলে আমরা লিংক করব এইভাবে,
Happy Birthday wishes definitely adds cheer on your friends’ or loved ones’ birthday.
এখন আমরা এখানে Happy Birthday Wishes কে লিংক করবো বা ব্যবহার করবো Anchor text হিসেবে। লিংক করতে হয় HTML কোডে। CMS বা নানান সাইটে সহজ সিস্টেমও থাকতে পারে। কোডে লিখলে এভাবে লিখতে হবে,
< a href=”http://www.happybirthdaywishesimages.com/happy-birthday-wishes-8/”> Happy Birthday Wishes</a> definitely adds cheer on your friends’ or loved ones’ birthday.
এটা দেখাবে এইভাবে,
Happy Birthday wishes definitely adds cheer on your friends’ or loved ones’ birthday.
একইভাবে Outbound লিংকও করতে হবে। ধরুন আমরা উইকিপিডিয়ার থেকে কিছু তথ্য দিবো।
A birthday is a day that comes once a year when a person celebrates the anniversary of his or her birth. Birthdays are celebrated in numerous cultures, often with a gift, party, or rite of passage.
আমরা এই লাইনটুকু উইকিপিডিয়ার Birthday পেইজ থেকে নিয়েছি। এখানে Birthday এর সাথে আমরা লিংকিং করবো।
<a href=”http://en.wikipedia.org/wiki/Birthday”> birthday</a> is a day that comes once a year when a person celebrates the anniversary of his or her birth. Birthdays are celebrated in numerous cultures, often with a gift, party, or rite of passage.
এটা দেখাবে এইভাবে,
A birthday is a day that comes once a year when a person celebrates the anniversary of his or her birth. Birthdays are celebrated in numerous cultures, often with a gift, party, or rite of passage.
আশা করি ব্যাপারটা পরিষ্কার।তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আজকে Birthday Wishes নিয়ে পোস্ট করেছি। নিচের লিংকে যান।
Birthday Wishes : Happy Birthday wishes and Images
ওখানে দেখুন আমি উপরের মত করে একই টেক্সট দিয়েই Inbound and outbound Link করেছি। আবার দেখুন টাইটেলেও কি-ওয়ার্ড রেখেছি। তাও দুইবার। অবশ্য একবার রাখলেও কোন সমস্যা নেই। এটা মূলত টাইটেল ট্যাগ।
৫. Tags:
ট্যাগ নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে অলরেডি। আমরা টাইটেল ট্যাগ দিলাম টাইটেলে। এখন সব ওয়েবসাইটগুলো কোন না কোন ফ্রেমওয়ার্ক বা CMS(Content Management System) এ হয়। ওই-ক্ষেত্রে থুব সহজেই আপনি ট্যাগ বা এইসব কিছু যোগ করতে পারবেন।
ট্যাগে আপনার কনটেন্টের কি-ওয়ার্ড এবং রিলেটেড কিছু কি-ওয়ার্ড দিতে পারেন।
নিচের ছবিতে দেখুন। এখানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখানো হয়েছে। আর প্লাগ-ইন হিসেবে WordPress SEO by Yoast ব্যবহার করা হয়েছে।
বড় করে দেখতে ছবিতে ক্লিক করুন।
৬. Image Optimization: বর্তমানে কনটেন্টের পাশাপাশি ইমেইজ বা ছবি সার্চও অনেক বেশি হয়। তাই আপনার আর্টিকেলে যদি ছবি থাকে তবে ওটা একটা বাড়তি সুবিধে। আবার এমনও হতে পারে আপনার কনটেন্ট ছবি নিয়ে। আমরা Birthday Wishes কনটেন্টে লিখার সাথে ছবিকেও গুরুত্ব দিচ্ছি। তাই এখানে ছবিও যোগ করা এবং অপটিমাইজ করা হয়েছে।
ছবি অপটিমাইজ করার জন্য ছবির ডেসক্রিপশন, টাইটেল এবং অলটার টেক্সট (ALT test). ALT text মানে Altenative text.
তবে ইমেইজের ক্ষেত্রে সাবধান হতে হবে। কারও কপিরাইট করা ইমেজ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখানো হলো কিভাবে করতে হয়। নিচের ছবিতে দেখুন।
এইসবের বাইরেও আরও কিছু ব্যাপার রয়েছে। যেমন কনটেন্ট User Readable হতে হবে। ভিজিটরের ভালো লাগতে হবে। এখন কথা হলো এটা সার্চ ইঞ্জিন কিভাবে বুঝবে? কিছু টেকনিকের মাধ্যমে। ধরেন কেউ সার্চ করে বা কোনভাবে আপনার সাইটে আসলো। আসার পরে কনটেন্টটি তার ভালো লাগলো বা এই কনটেন্টে তার প্রয়োজনীয় তথ্য আছে। তাহলে যা হবে সে কিছুক্ষণ সময় আপনার সাইটে থাকবে। কনটেন্ট যদি ভালো না হয় বা প্রয়োজনীয় তথ্য না থাকে তাহলে সে সাথে সাথে বের হয়ে যাবে। এই থাকা বা বের হয়ে যাওয়াকে SEO তে Bounce Rate বলে। এটা যত কম হবে তত ভালো আপনার সাইটের জন্য। এর উপরে ভিত্তি করে সার্চ ইঞ্জিন বা গুগল ঠিক করে থাকে আপনার সাইটটি কতটুকু মানসম্মত বা বিশ্বাসযোগ্য।
আজ এ পর্যন্তই। কোন কিছু না বুঝলে প্রশ্ন করবেন। কোন ভুল বা লিখা খারাপ হলে ক্ষমা চাই। একটু অসুস্থ তো ভালো করে চেক করতে পারি নি। ভালো থাকুন সবাই।
সবগুলো কোর্স বা সিলেবাস দেখেন নিন নিচের লিংক থেকে। https://mykabir.info/?p=282