SEO এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি।
এই পোস্টটিতে মূলত আলোচনা করা হবে কি-ওয়ার্ড, ট্যাগ এবং ইন্টারনাল ও এক্সটারনাল লিংক নিয়ে।
শুধুমাত্র প্রাথমিক ধারণা দেয়া হবে। কেননা পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত পোস্ট থাকবে। ভিডিও ও থাকতে পারে।
যাই হোক কি-ওয়ার্ড কি?
সবচেয়ে সহজ কথায়, আপনি যখন কিছু একটা করেন, লিখেন বা বলেন তখন আপনি কোন এক বা একাধিক টপিক নিয়েই নিশ্চয় বলেন বা লিখেন। এমনতো না যে প্রলাপ শুরু করে দেন ইচ্ছেমত। তার মানে আপনি কোন সুনির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করেন। এই যে সুনির্দিষ্ট বিষয় বা টপিক এটাই হলো কি-ওয়ার্ড।
এখন ধরুন, আপনি ঠিক করলেন যে একটা ওয়েবসাইট বানাবেন। এখন ওয়েবসাইটটি অনেক কিছুরই হতে পারে। আপনার নিজের কোন প্রোডাক্ট থাকলে সেই প্রোডাক্টের হতে পারে। ধরেন আপনি চামড়ার জুতা বিক্রি করতে চান। আপনার ওয়েবসাইট হবে তাহলে চামড়ার জুতা নিয়ে। এখন এই চামড়ার জুতা আপনার ওয়েবসাইটের অন্যতম কি-ওয়ার্ড। (আমি আপাতত কি-ওয়ার্ড রিসার্চে যাচ্ছি না। তাই যারা জানেন তারা ডিপে ভাবার দরকার নেই।)
ধরেন, আপনি একটা ওয়েবসাইট করবেন ঔষুধি গাছ নিয়ে। তাহলে এই ঔষুধি গাছ আপনার মূল কি-ওয়ার্ড। কেননা আপনি নিশ্চয় চাইবেন যে ঔষুধি গাছ লিখে কেউ সার্চ দিলে যাতে আপনার ওয়েবসাইট আগে আসে তাইনা?
এখন আপনার সাইট ঔষুধি গাছ কি-ওয়ার্ডের উপরে। কিন্তু ঔষুধি গাছ তো একটা না। আবার অনেক রকমের গাছের অনেক গুণাগুণ বা বৈশিষ্ট্য। তাহলে নিশ্চয় আপনার আরও কিছু ডিটেইলস কি-ওয়ার্ড থাকবে লিখার মাঝে। যেমন ধরেন, ঔষুধি গাছ নিম।
যাই হোক কি-ওয়ার্ড রিসার্চ নিয়ে টিউটোরিয়ালে অনেক বিস্তারিত পারেন আরো। এখন ছোট্ট কথায় কোন একটা কনটেন্ট মূলত যে বিষয়টা নিয়ে তাই হল কি-ওয়ার্ড। কোন কনটেন্টে একাধিক কি-ওয়ার্ডও থাকতে পারে।
এখন আসি ট্যাগ কি?
ট্যাগ একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় বর্তমান এলগরিদমে এটার গুরুত্ব অনেকটাই কম। তথাপি এটা ব্যবহার করা উত্তর এবং অবশ্যই উচিত।
ট্যাগ জিনিসটা কিওয়ার্ডের মতই। ব্যাপারটা হলো যে, আপনি জানের আপনার সাইটের বা কনটেন্টের কি-ওয়ার্ড ঔষুধি গাছ। কিন্তু সার্চ ইঞ্জিন তো জানে না। এটাই যে আপনার কি-ওয়ার্ড বা আপনার ওয়েবসাইট বা আর্টিকেলটা যে এটার উপরে এটা বুঝানোর জন্যই নানান ট্যাগ ব্যবহার করা হয়। (সত্যি কথা বলতে গেলে সার্চ ইঞ্জিন জানে। যে অনেক ভাবেই বুঝতে পারে। তাও দিতে হয়। কেননা এটা সুবিধে হয়।)
যেহেতু আপনার বুদ্ধিমান সেহেতু অলরেডি বুঝে গেছেন যে ট্যাগ হিসেবে তাহলে মূলত কি-ওয়ার্ডই ব্যবহার করতে হয়। কিন্তু কিভাবে?
ওয়েবসাইটে যে কোন পেইজের বা কনটেন্টের একটা টাইটেল থাকে। আসলে পেইজ বললে সুবিধা হয়। এটা টাইটেল ট্যাগ। সহজ করে বলি, আপনি এই পেইজটাতে মাউসের রাইট ক্লিক করে View Page Source এ ক্লিক করুন। দেখুন অনেকগুলো একদম শুরুর দিকে অনেকগুলো কোডের মাঝে নিচের লাইনটা আছে।
<title>কি-ওয়ার্ড, ট্যাগ এবং ইন্টারনাল ও এক্সটারনাল লিংক | Yasin Kabir's Personal website</title>
এইযে title এর মাঝে যে লিখাটা আছে এটাই হলো টাইটেল ট্যাগ। মেটা ট্যাগও বলা যায়।
আবার মাউসের রাইট ক্লিক করে View Page Source এ ক্লিক করুন। দেখুন একটা লাইন আছে,
<meta name="description" content="কি-ওয়ার্ড, ট্যাগ এবং ইন্টারনাল ও এক্সটারনাল লিংক কি? কি-ওয়ার্ড, ট্যাগ এবং ইন্টারনাল ও এক্সটারনাল লিংক হলো SEO এর জন্য কিছু অন্যতম এলিমেন্ট।"/>
এটা হলো মেটা ডেসক্রিপশন।
মানে আপনার কনটেন্টের উপরে বা ওয়েবসাইটের উপরে কয়েক লাইন বলা। কিসের উপরে আপনার ওয়েবসাইট এইসব নিয়ে আরকি। মূল কথা এখানে আপনার সাইটের কি-ওয়ার্ডগুলো নিয়ে কিছু একটা লিখা।
যদি ওয়ার্ড-প্রেস ইউজ করেন তাহলে অনেক প্লাগইন দিয়ে সহজেই এটা করা যায়। নয়ত উপরের মত করে কোড লিখতে হবে।
যাই হোক, আপাতত এই হলো ট্যাগ।
এইবার আসি লিংক নিয়ে। লিংক দুইপ্রকার।
১. Interner Link: একটা কনটেন্টের মাঝে আপনার ওয়েবসাইটের মাঝেই আরও কনটেন্ট ও পেইজের লিংক আপ করা হলো ইন্টারনাল লিংকিং। মানের নিজের সাইটের মাঝে নিজের সাইটের যেসব লিংক তা Interner link.
ধরুন, এই পোস্টের শুরুতে আমাদের SEO টিউটোরিয়ালের সিলেবাস নিয়ে যে পেইজটা আছে তা লিংক করা আছে।
আবার গত যে টিউটোরিয়াল মানে প্রথম যে টিউটোরিয়াল তারও লিংক দেয়া আছে। এইগুলো হলো Internal link.
২. External Link: আপনার ওয়েবসাইট থেকে যদি আপনি অন্য কোন ওয়েবসাইটের কোন পেইজ বা কনটেন্টের লিংক শেয়ার করেন তাহলে তা হলো External Link.
যেমন: একটু নিচেই দেখবেন আমি ২টা সাইটের লিংক দিয়েছি আমাদের আলোচ্য টপিক নিয়ে আরও পড়ার এবং বোঝার জন্য। এটা External Linking.
আজকে এই পর্যন্তই। আরও জানার জন্য নিচের লিংকগুলো দেখুন।
SEO এর অন্যতম প্রধান কাজ -কিওয়ার্ড রিসার্চ
ভালো থাকুন সবাই। কোন কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্যে জানান। আর লিখা খারাপ হলে তাও জানিয়ে দিবেন। কেননা লিখাটা আপনাদের জন্য। আপনাদের ভালো না লাগলে লিখার মূল লক্ষ্য ব্যর্থ। তাই জানাবেন। 🙂
সবগুলো কোর্স বা সিলেবাস দেখেন নিন নিচের লিংক থেকে।
good post. very nice to me.