Children Science World 2016

104

Computer:  A Machine Beyond Imagination

বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির পক্ষ থেকে আজকে গিয়েছিলাম বাচ্চাদের সাথে বিজ্ঞানের গল্প করতে। স্কুলের সকল বিভাগের শিক্ষার্থীরা বুঝতে পারবে এমন বিষয়ের কথা চিন্তা করে বেচে নিই Computer:  A Machine Beyond Imagination টপিকটি। যেহেতু সবাই এখন কম্পিউটার জানে এবং কিছুটা হলেও বুঝে তাই এই টপিকটা ঠিক করি। তবে এর বাইরে বিজ্ঞান নিয়েও কিছু আলোচনা ছিলো। কিন্তু মূলত কম্পিউটারেই আটকে ছিলাম। মজার ছিলো ওদের প্রশ্ন করার ব্যপারটা।
Dicussion on Computer- A machine beyond Imagination
 
একজন জানতে চায়: রকেট কে বানাইছে? 😛
 
আর কত মজার প্রশ্ন। তবে ওদের জানাশোনা ভালো। বুঝতে পারলাম শিক্ষকরা ওদের কিছু শেখানোর চেষ্টায় থাকেন। নয়ত কম্পিউটারের জনক বা প্রথম প্রোগ্রামারের নাম চট করে বলতে পারার কথা নয় তাদের।
Token of appreciations
 
সুন্দর একটা আয়োজন ছিলো। ধন্যবাদ আয়োজকদের। একইসাথে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর Token of Appreciation -এর জন্যও ধন্যবাদ। এটা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পর প্রথম কোন সম্মাননা। 😀
Photo session after the discussion
 চিলড্রেন সায়েন্স ওয়ার্ল্ড ২০১৬ নিয়ে আরো জানা যাবে প্রথম আলো থেকে।
Photo Gallery:

Comments

comments