Google Adwords পরিচিতি

1394

SEO এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি।

আমাদের আজকের আলোচ্য বিষয় GOOGLE ADWORDS.

প্রথমেই জেনে নিই গুগল Adwords কি?
গুগল Adwords হলো একটা এড প্ল্যানার টুল। আমরা যখন গুগলে কিছু সার্চ দিই বা কোন ওয়েবসাইট ভিজিট করি তখন অনেক সময় বেশ কিছু এড দেখি। বেশিরভাগ সাইটেই আমরা গুগলের এড দেখি। নিচের ছবিগুলো দেখনু। ছবিতে ক্লিক করলে আপনারা লিংকে যাবেন পরে বুঝতে সুবিধে হবে।


Smart Glass - Google SearchHappy birthday wishesপ্রথম ছবিটি গুগলে সার্চ দেয়ার পরে এবং ২য় ছবিটি একটা সাইটের। লাল বক্স এবং অ্যারো সাইন দিয়ে দেখানো জিনিসগুলো হলো গুগল এড। ছবিগুলোতে ক্লিক করুন তাহলে ওয়েব এডড্রেসে যাবে। তখন বুঝতে সুবিধে হবে।

গুগল যে এডগুলো দেখায় তা নানান ওয়েবসাইট তাদের পণ্য কিংবা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে। এই এডগুলোর জন্য গুগলকে টাকা দিতে হয়। এখন যিনি এড দিবেন তারও কিছু অ্যানালাইসিস এর প্রয়োজন আছে। কেননা ধরুন,  আপনি বাংলাদেশে একটা Apple এর পণ্য বিক্রির দোকান দিয়েছেন। দোকানের জন্য একটা ওয়েবসাইটও করেছেন। এখানে অনলাইনে অর্ডার করা যায় এবং দোকান থেকেও কেনা যায় কিংবা আপনি কুরিয়ারের ও সুযোগ দিয়ে থাকেন। এখন আপনার ওয়েবসাইটটা যাতে ভিজিটররা পায় তার জন্য আপনি SEO করবেন। এর সাথে সাথে আপনি গুগলের এডও ব্যবহার করবেন। এখন আপনাকে কিছু পরিকল্পনা করতে হবে। আপনি যদি যত্রতত্র (যে কোন ওয়েবসাইটে বা যে কোন কিছু সার্চের জন্য)এড দেন তাহলে কিন্তু আপনার এডের টাকাটাই জলে যেতে পারে।

একজন ধরেন সার্চ দিল Buy Potato Chips. এখন এই সার্চের জন্য যদি আপনার Apple Product এর ওয়েবসাইটের এড দেখায় তাহলে কি আপনার লাভ আছে? কিংবা ধরেন একটা ওয়েবসাইট আছে যেখানে অনলাইনে কাপড় বিক্রি করা হয়। এই ওয়েবসাইটে কি এড দিয়ে লাভ আছে?
সহজ উত্তর নেই। তাহলে আপনি এইসবে এড দিতে চাইবেন না। আবার ধরেন আপনি Buy Apple Product in USA এটার জন্য সার্চ দিলে আপনার সাইটের এড দেখালেন বা USA এর ভিজিটরের জন্য এড দেখালেন। তাহলেও কিন্তু আপনার কোন লাভ নেই। আপনাকে একটা প্ল্যান কতে হবে যাতে শুধু বাংলাদেশ থেকে সার্চ দিলেই আপনার এড দেখায় এবং Apple Related কিছু সার্চ দিলে। এখন আপনাকে পরিকল্পনা করার জন্য, সবকিছু চেক করার জন্য গুগল যে টুলটা দিয়ে সহায়তা করছে তা হলো Google Adwords.

নিচের লিংকে যান। আপনার Gmail ID দিয়ে লগিন করুন।

https://adwords.google.com

লগিন করার পরে নিচের ছবির মত পেইজ আসবে। ওখানে Tools এ ক্লিক করে Keyword Planner এর ক্লিক করুন।

Campaign Management

After Clicking On Keyword Planner Menu নিচের মত একটা পেইজ ওপেন হবে। ওই পেইজে Get Search volume for a list of keywords or group them into ad group এ ক্লিক করুন।

Google AdWords- Keyword Planner

 

এখানে একটা ফর্ম ওপেন হবে। তাদের কিছু কিওয়ার্ড দিন। প্রতি লাইনে একটা করে। নিচের ছবির মত করে।

Apple in Bangladesh
Apple in BD
Buy Apple
Buy Apple in BD
Buy Mackbook air
Buy Mackbook Pro

group keyword- Keyword Planner

উপরের ছবিতে লাল বক্সের মত জায়গায় Targeting এ United States এর জায়গায় Bangladesh সিলেক্ট করুন। এরপর Get Search Volume এ ক্লিক করুন।
নিচের ছবির মত করে পাবেন। ছবিতে ক্লিক করে বড় করে দেখুন। আর হ্যাঁ আপনারা অবশ্যই মেইন সাইটেও মানে Google Adwords সাইটেও বর্ণনার মত করে সার্চ দিয়ে দেখবেন।

Buy apple in BD

এখানে কোন কোন কিওয়ার্ডের জন্য বাংলাদেশ থেকে সার্চ হয় এবং মাসে কেমন সার্চ হয় তার আইডিয়া পাবেন। যদিও আমাদের দেওয়া কিওয়ার্ডগুলোতে সার্চ নেই বললেই চলে কিন্তু আমরা একটা আইডিয়া পাবো। তা হলো এই কিওয়ার্ডের জন্য এড দেখিয়ে আমাদের কোন লাভ নেই। কেননা কেউ এগুলো দিয়ে সার্চ দেয় না। এই যে এই আইডিয়া পাওয়ার জন্য গুগল Adwords ব্যবহৃত হয়।

এখন প্রশ্ন হলো এটা যদি এডের জন্য ব্যবহার করা হয় তাহলে আমাদের কি কাজ এটা দিয়ে? SEO তে এর গুরুত্ব কি?
আসলে এটা দিয়ে আমাদের কাজ আছে। এটা দিয়ে আমরা জানতে পারি যে, কোন এলাকা থেকে কোন কিওয়ার্ডের জন্য কেমন সার্চ পড়ে। ওই কিওয়ার্ডের জন্য এডে ব্যায় কেমন। এখন ব্যায় যত বেশি হবো তত বেশি আয় হবে আপনি যদি ওই কিওয়ার্ডের জন্য আপনার সাইটে এড দেখান। মানে গুগল Adsense ব্যবহার করেন। নিচের ছবিটি দেখুন। বড় করে দেখুন ক্লিক করে।

Bd- Keyword Planner

এভাবে আমরা নানান কিওয়ার্ড সার্চ দিয়ে দেখতে পারবো কোন কিওয়ার্ডের জন্য SEO করা দরকার বা কোন কিওয়ার্ডের জন্য আমরা ওয়েবসাইট এবং এর কনটেন্ট তৈরি করবো।
এ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো কি-ওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন? এই টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটার মাধ্যমেই আমরা কিওয়ার্ড রিসার্চ করবো।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন Adwords কি, কিভাবে কাজ করে। যারা আমাদের গ্রুপে টিউটোরিয়ালগুলো থেকে শিখছে তাদের নিয়মিত কাজ থাকে। আজকে আপনাদেরও ছোট্ট একটা কাজ দিলাম। যদি এতদিনের টিউটোরিয়ালগুলো বুঝে থাকেন তাহলে এই কাজটা করুন। যাচাই করুন আসলেই কতটুকু শিখলেন। কাজটা হলো:
নিচের লিংকে যান।
http://www.culture.lv2lvu.com/happy-birthday-wishes/

এখন নিচের জিনিসগুলো বের করুন।

১. এই লিংকের টাইটেল ট্যাগ এবং কিওয়ার্ডগুলো কি কি?
২. যেগুলো কিওয়ার্ড ওই কিওয়াডগুলোর জন্য Adwords এ গিয়ে চেক করুন United States and United Kingdom থেকে Monthly Visitor কত?

আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন সবাই। কোন কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্যে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

সবগুলো কোর্স বা সিলেবাস দেখেন নিন নিচের লিংক থেকে।
https://mykabir.info/?p=282

 

Comments

comments