Science Museum of Minnesota

127
Science Museum of Minnesota - Mazes

Science Museum of Minnesota – দেখতে গিয়েছিলাম গতকাল ২৮ ডিসেম্বর। এখন পর্যন্ত দেখা যে কোন বিজ্ঞান যাদুঘর থেকে আলাদা মনে হয়েছে আমার। বেসিক সায়েন্স এর অনেক কিছুই খুব সুন্দর করে দেখানো হয়েছে। টাওয়ার অব হ্যানয় এবং ওসিলোস্কোপ দেখলাম ভাল করে। নানান সার্কিট বানানো যায় এরপর দেখা যায় কি হচ্ছে। এক জায়গায় দেখলাম টর্নেডো কিভাবে সৃস্টি হয় দেখানো হচ্ছে। মেশিন দিয়ে কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে, এরপর চাইলে হাত দিয়ে ধরা যায় এবং দেখা যায় কিভাবে আবার দিক পালটাচ্ছে।

এছাড়া অন্য যাদুঘরের মত এটা-ওটাতো আছেই। বাড়তি ছিলো রিয়েল মমি। ভয়ে ভয়ে ছবি তুলতে হল। ডায়নোসর গুলোও জোস ছিল। আফসোস যে সময়ের অভাবে ঠিকমত সব দেখতে পারলাম না। সারাদিন কাটানোর মত একটা জায়গা।

 

ছবি দেখা যাবে ফেইসবুক পোস্টে

Science Museum of Minnesota – দেখতে গিয়েছিলাম গতকাল। এখন পর্যন্ত দেখা যে কোন বিজ্ঞান যাদুঘর থেকে আলাদা মনে হয়েছে আমার। …

Posted by Yasin Kabir on Friday, December 29, 2017

Comments

comments