আপনার পাঠানো মেইলটি পড়া হয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন?

631

অনেক সময় আমাদের খুব প্রয়োজনীয় ইমেইল পাঠানোর প্রয়োজন হয়। ইমেইলটা প্রাপক পেয়েছে এবং পড়েছে কিনা এই ব্যাপারেও নিশ্চিত হওয়া জরুরী হয়ে দেখা দেয়। কিন্তু সাধারণত কোন মেইলে এই সুবিধে থাকে না। তবে একটু কষ্ট করলেই নিশ্চিত হওয়া যায় আপনার পাঠানো ইমেইল প্রাপক খুলেছে কিংবা পড়েছে কিনা এই ব্যাপারে।

কিভাবে?
১. প্রথমেই নিচের লিংকে যান।
http://mobileshortcut.com/TAILMAIL/

এই লিংক থেকে Free Usage মেনুতে ক্লিক করুন। বা সরাসরি নিচের লিংকেও যেতে পারেন।
http://mobileshortcut.com/PSP/v1.2/tailmail_guest.cgi
Free Usages

 

২. In Free Usage পেইজে Get A Tracker With Automatically Assigned ID বাটনে ক্লিক করুন।

Click get a tracker

 
৩. Get A Tracker With Automatically Assigned ID বাটনে ক্লিক করার পরে আপনি নিচের ছবিটির মত একটা পেইজ পাবেন। ওখানে বাম পাশে একটি ট্র্যাকার আইডি থাকবে।
ডানপাশে একটি বক্স থাকবে যেখানে ৩টা ৩টা করে ৬টা লাল স্টার থাকবে যাদের মাঝখানে খালি স্পেসের মত থাকবে।

আপনাকে যা করতে হবে তা হলো ট্র্যাকার আইডিটি কোথাও সংরক্ষণ করতে হবে। এটা দিয়ে পরে মেইলটি ট্র্যাক করতে হবে পড়া হয়েছে কিনা এবং ৩টা করে লাল স্টারের মাঝে যে সাদা স্পেস আছে ওটাকে কপি করতে হবে। আসলে ওটা একটা ছোট্ট ইমেইজ। ওটা কপি করে আপনি যে ইমেইলটি পাঠাতে চান তাতে যোগ করে দিতে হবে।
ছবিতে দেখুন।

Tracker ID and white Image

আপনি সাদা অংশটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে কপি করলেও হবে।

 

৪. মেইল কম্পোজারে যান। যে মেইলটি পাঠানো দরকার তা লিখুন। কোন Attachment থাকলে তাও যোগ করুন। সবকিছু করার শেষে স্টারের মাঝের সাদার যে ইমেইজটি কপি করেছেন তা Paste করে দিন।

email

 

৫. যদি Gmail ব্যবহার করেন তাহলে সিলেক্ট করা অংশে ক্লিক করলে উপরের মত দেখাবে। ফলে নিশ্চিত হবেন যে আপনি ঠিকভাবে সাদা ছবিটি যোগ করতে পেরেছেন।

gmail check

 

৬. এরপর মেইলটি সেন্ড করে দিন। যে ট্র্যাকার আইডি কপি করেছিলেন বা এখনও কপি করে তা Get Report On This Tracker ID: বাটনের পাশের বক্সে PASTE করে বাটনে ক্লিক করুন।

tracker box

 

৭. এপর যে পেইজ ওপেন হবে ওখানে নিচের ছবির মত করে হিস্টোরি দেখাবে।

TailMail Tracker Report

৮. এরপর আপনার কাজ হল মাঝে মাঝে Reload করে বা চেক করে দেখা। যদি প্রাপক আপনার মেইলটি পড়ে বা ওপেন করে তাহলে নিচের ইমেইজের মত দেখবেন। আর ইউনিক আইপিও ২টা হবে তখন।

TailMail Tracker VIew report

 

track history 1

track history 2

 

মেইল পাঠানোর আগে প্রথমেই নিজের ২টা ইমেইলে অথবা আশেপাশের কারও ইমেইলে পাঠিয়ে নিশ্চিত হোন যে আপনি পুরো পদ্ধতিটি ঠিক ভাবে বুঝেছেন কিনা। প্রতিটি ইমেইলের জন্য অবশ্যই আলাদা ট্র্যাকিং আইডি লাগবে।

 যদি কোন কিছু বুঝতে সমস্যা হয় বা সফল হয়ে থাকেন তাহলে মন্তব্য জানান। ধন্যবাদ। 🙂

 

Comments

comments

1 COMMENT

Comments are closed.