আপনি এই পোস্টটি পড়তে এসেছেন তার মানে আপনি কোন কিছু শিখতে চান। তবে এই পোষ্টটা কোন কিছু শেখানোর জন্য না। এই পোস্টা মূলত আমার কষ্ট কমানোর জন্য।
অবাক হইছেন? আর বইলেন না ভাই। মানুষজন খুব সাধারণ বিষয় নিয়ে মেইল, মেসেজ করে। যে কথা আমাকে জিজ্ঞেস না করে সুন্দর করে গুগলে লিখে দিলে আমার আগেই বলে দিতে পারবে সেই কথা আমাকে জিজ্ঞেস করে কি লাভ বলুন?
তাই যদি কাউকে গুগল করা শেখাতে পারি তাহলে আমার কষ্টতো কিছুটা হলেও কমবে তাইনা? 😛
চলুন গুগল করা শিখি।
গুগল একটা সার্চ ইঞ্জিনের নাম।(শুধু সার্চ ইঞ্জিন না। আর অনেক কিছু। আসলে একটা বিশাল বড় কোম্পানির নাম) যাই হোক আপাতত আমাদের মাথা ব্যথা সার্চ ইঞ্জিন নিয়ে। এখানে আপনি যাই সার্চ (খুঁজেন) দেন না কেন কোন না কোন কিছু পাবেনই। সত্যি বলতে গেলে ঠিক মনেরমত জিনিসটাই পাবেন। তবে একটু বুদ্ধি খাটাতে হবে এটা করতে হলে। ভালো কথা সার্চ ইঞ্জিন মানে যেখানে কোন কিছু খোঁজা নাই। কিছু বলতে তথ্য আর কি।
অনেকই জিজ্ঞেস করে ভাই, SEO কি, ওডেস্ক কি? এইগুলো জিজ্ঞেস করার কোন কারণ নেই। কেননা আপনি যে কথাটা কাউকে জিজ্ঞেস করছেন তা সার্চ দিলেই পেয়ে যাবেন। বরং অনেকগুলো লিংক পাবেন। যা আরও বেশি ইনফরমেটিভ এবং কাজের। যদি ওইগুলো বাইরে কোন প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। এখন আপনি What is odesk লিখে সার্চ দিতে পারেন। বাংলায়ও ওডেস্ক কি, ফ্রিল্যান্সিং কি লিখে সার্চ দিতে পারেন। অনেক উত্তর পেয়ে যাবেন।
পয়েন্ট আকারে লিখি। বুঝতে সুবিধে হবে।
১. কোন কি সার্চ করার সবচেয়ে সহজ উপায় হলো যে সমস্যা বা যা দরকার তা সরাসরি ইংরেজিতে লিখে সার্চ দিয়ে দিবেন। কোন না কোন কিছু পেয়ে যাবেন। তবে বাংলাও দিতে দেখতে পারেন।
২. এখন চলুন একটু অ্যাডভান্সে যাই। ধরেন আপনি ছোটখাটো কিছু লিখে সার্চ দিবে। যেমন SEO technique 2014. আপনার উদ্দেশ্য যে সব আর্টিকেলের টাইটেলে মূলত SEO technique 2014 আছে শুধু ওইগুলো দেখা। এখন সার্চ দিলে দেখবেন অনেক লেজ লাগানো জিনিস চলে আসছেন। তাহলে কি করবে? দুইপাশে দুইটা কোটেশন দিয়ে দিন। “SEO technique 2014”.
৩. গুগলে খুব সহজে এক জায়গা থেকে আর এক জায়গার দূরত্ব এবং ম্যাপ দেখা যায়। Motijheel to Mirpur সার্চ দিয়েই না হয় দেখুন।
৪. গুগল কিন্তু সাধারণ সার্চের বাইরেও অনেক কিছু করতে পারে। যেমন, ক্যালকুটের, কারেন্সি, Definitions of word ইত্যাদি ইত্যাদি। এখন ধরুন আপনি তো জানেন না এগুলো কিভাবে করতে হয়। সহজ ব্যাপার সার্চ দিন গুগলে, google calculator। দেখেন কি সুন্দর একটা ক্যালকুলেটর আসছে। ক্যালকুলেটরটা কেমন জানাইয়েন তো কমেন্টে। 😀
আর যদি কারেন্সি নিয়ে বলি, তাহলে 1 taka = $ ? লিখে সার্চ দিন।
এমন আরও অনেক মজার মজার সার্চ আছে গুগলকে নিয়ে। কি কি জানতে চান?
Google Search Feature দিয়ে সার্চ দিয়ে দিন। নিচের লিংকে গেলেও হবে।
http://www.google.com.bd/intl/en/help/features.html
যাই হোক শেষে নিচের সার্চগুলো আলাদা করে দিয়ে দেখুন। পিসি থেকে দিয়েন। মোবাইল দিয়ে না।
what is the answer to life the universe and everything
do a barrel roll
Set timer 15 minutes
Tilt
যাই হোক গুগলে সার্চ দিতে থাকেন। মনে যা আসে তাই সার্চ দিতে থাকেন। দেখবেন কাউকে কোন প্রশ্ন করার থেকে সার্চে কত সহজে এবং কত সঠিক তথ্য জানা যায়।
আবার ভাববেন না যে আমি আমাকে প্রশ্ন করতে নিরুৎসাহিত করছি। কোন প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। এই পোস্ট নিয়ে কিছু বলার থাকলেও মন্তব্যে জানান। Happy googling…. 🙂
বি.দ্র: ২য় পর্বে আরও স্পেসিফিক টেকনিক থাকবে যাতে বুঝানোর চেষ্টা করবো কিভাবে ধারণা করবেন যে আপনার প্রয়োজনীয় তথ্য কোন লিংকে আছে।