বিভিন্ন কাজের জন্য আমাদের নানা সময় ব্রাউজারের স্ক্রিনশট নিতে হয়। কখনও ফুল পেইজের স্ক্রিনশট নিতে হয় আবার কখনও যে অংশ ওপেন আছে তার স্ক্রিনশট নিতে হয়।
সাধারণত আমরা নানান অ্যাড-অন ব্যবহার করে এটা করতে পারি। কিন্তু কোন অ্যাড-অন ছাড়াই এটা খুব সহজে করা যায় মজিলা ফায়ারফক্সে। খুব সহজ এবং দ্রুত কাজ করা যায়। অ্যাড-অন এর ঝামেলাও নাই।
কিভাবে করবেন দেখে নেয়া যাক:
১. shift + F2 চাপুন। কনসোল চালু হবে। একদম ব্রাউজারের নিচে চালু হবে।
২. কনসোলে লিখুন screenshot Filename এরপর Enter দিন। ব্রাউজারে যেটুকু ওপেন আছে তা সেইভ হয়ে যাবে এবং দেখাবে।
৩. ফুল পেইজের জন্য লিখুন screenshot Filename –fullpage. এরপর Enter দিন।
এখানে Filename বলতে আপনি যে নামে স্ক্রিনশট সেইভ করতে চান সেই নাম দিন।
তথ্যসূত্র: ফেইসবুক এবং http://askubuntu.com/questions/231757/screenshot-tools-to-capture-scrolling-windows