SEO কি? চলুন শেখার চেষ্টা করি।

2168

SEO নিয়ে একটি অনলাইন টিম করার কথা ছিল। টিমটা করা হয়েছে কিছুটা।

এই পোস্টটি মূলত তাদের জন্য করার কথা ছিল। প্রথমে ঠিক করা হয়েছিল, টিউটোরিয়ালগুলো বা যেসব ইন্সট্রাকশন দেয়া হবে তা শুধু তাদের জন্য। কিন্তু কয়েকজনের পরামর্শে পোস্টটা সবার জন্য ওপেন রাখা হল। যে কেউ পড়তে পারবেন মন্তব্য করতে পারবেন। তবে টিমে আর কাউকে এখন নেয়া হবে না। তবে আশা করবো ঠিকমত ফলো করলে আপনারাও শিখতে পারবেন।

সাধারণত যেভাবে টিউটোরিয়াল দেয়া হয় তার থেকে একটু ব্যতিক্রম হবে এটা। বিভিন্ন সাইটে অলরেডি অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে। যে সব অংশ অন্য কোন সাইটে আছে তা আর নতুন করে করা হবে না। শুধুমাত্র লিংক দিয়ে দেয়া হবে ওইসব সাইটের।

কিছু ভিডিও থাকবে। বিশেষ করে কি-ওয়ার্ড রিসার্চ, মার্কেট রিসার্চ এইসবের উপরে।

আমরা মূলত Organic SEO নিয়ে কাজ করবো। তাই Paid SEO নিয়ে খুব কম কথাবার্তা থাকবে।

যারা টিমে আছেন তারা যা টিউটোরিয়ালে থাকবে তা সাথে সাথে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। লাইভ কিছু সাইট দেয়া হবে আপনাদের। ওইসব সাইটে আপনারা কাজ করতে পারবেন।

যারা টিমে নেই তারা যদি কোন লাইভ সাইট কাজ করতে চান তাহলে Contact পেইজ থেকে আমাকে মেইল করবেন। নিশ্চিত না পারবো কিনা, তবে চেষ্টা করবো।
লাইভ সাইট বলতে একদম নতুন কিছু সাইট বোঝানো হচ্ছে যা আপনাদেরই ঠিক করা কি-ওয়ার্ড বা টপিকের উপরে হবে।

এই টিউটোরিয়ালের সময়কাল ১ মাস। অর্থাৎ আগামী মাসের ১৫ তারিখের মাঝেই শেষ করা হবে।

আপাতত নিচের টপিকগুলো উপর টিউটোরিয়াল থাকবে। চেষ্টা করা হয়েছে একদম ধারাবাহিকভাবে রাখার। কিভাবে একটা নতুন সাইট শুরু করে শেষ পর্যন্ত কাজ করতে হবে ঠিক সেইভাবে টিউটোরিয়ালগুলো রাখার চেষ্টা করা হয়েছে। যে টপিকের টিউটোরিয়াল পোস্ট করা হবে তার সাথে লিংক করে দেয়া হবে।

১. SEO কি, কেন প্রয়োজন?
২. কি-ওয়ার্ড কি? বিভিন্ন ধরণের ট্যাগ।
৩. Internal and External লিংক কি? কিভাবে করতে হয়?
৪. পেইজ রেঙ্ক কি? এর গুরুত্ব।
৫. সাইট-ম্যাপ, 404 Error and 301 রিডাইরেকশন।
৬. গুগল Adwords পরিচিতি।
০৭. কি-ওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন?
০৮. কনটেন্ট কিভাবে লিখবেন? (Content Optimization)
০৯. গুগল Webmasters পরিচিতি
১০. গুগল অ্যানালাইটিকস পরিচিত।
১১. অন্যান্য প্রয়োজনীয় ওয়েবসাইট এবং টুলস পরিচিত।
১২. ছবি কিভাবে অপটিমাইজ করবেন? কেন করবেন?
১৩. বিভিন্ন Social সাইটে শেয়ার এবং Bookmarking.
১৪. ব্যাকলিং কিভাবে করবেন, কোথায় করবেন?
১৫. গুগল অ্যাডসেন্স কি, কিভাবে কাজ করে, কিভাবে আয় করা সম্ভব।
১৬. Affiliate Marketing কি, কিভাবে কাজ করে, কিভাবে আয় করা সম্ভব।

আপাতত মূলত এইগুলোই টপিক। কোন টপিক যোগ হতে পারে বা কিছুটা পরিবর্তিতও হতে পারে।

আমি SEO তে খুব এক্সপার্ট এমন কেউ নই। কিছুদিন ধরে করছি এবং মোটামুটি সফল। তাই কোথাও যদি কোন ভুল হয় তাহলে আশা করি এক্সপার্টরা তা ধরিয়ে দিবেন। 🙂

ধন্যবাদ সবাইকে।

Comments

comments

1 COMMENT

  1. I know this if off topic but I’m looking into starting my own weblog
    and was wondering what all is required to get set up? I’m assuming having a blog like yours would cost
    a pretty penny? I’m not very internet savvy so I’m not 100% certain. Any suggestions or
    advice would be greatly appreciated. Many thanks

Comments are closed.