কয়েকবছর আগে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হবার কিছুদিন পূর্বে ছবি তোলার খুব ঝোঁক ছিলো। তখন টুকটাক ছবি তোলার চেষ্টা করেছিলাম। বন্ধুদের মাঝে কে যেন একবার আমার ডেস্কটপ ওয়ালপেপার দেখে বললো যে, তোর ছবিগুলো সুন্দর। একটা থিম বানাই ফেল। মনে ধরে গেলে কথাটা। তখন বানানো এই থিমপ্যাক। থিমপ্যাক বানানো খুব সহজ। 😛
আজকে পুরাতন ফাইল ঘাটাঘাটি করতে গিয়ে থিমটা পেলাম। ভেবেছিলাম কাজ করবে না উইন্ডোজ ১০ এ। কেননা উইন্ডোজ সেভেনের জন্য করা। কিন্তু ব্যাপারটা আসলে খুবই সিম্পল। তাই উইন্ডোজ ১০ এ ও কাজ করে। ট্রাই করে দেখতে পারেন।
ডাউনলোড লিংক:
Floral Beauty of NSTU (Theme pack for Windows)